প্রকাশিত: মে ১১, ২০২৪, ০৬:৩৫ পিএম
মধ্য রাফাহ ছাড়তে ফিলিস্তিনিদের কড়া নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই শনিবার এ নির্দেশ দিয়েছে তারা। এতে হাজার হাজার মানুষ বিপদে পড়েছে। খবর আল-জাজিরার।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশের পর এটি পরিকল্পিত অভিযান ছিল।
ওই অঞ্চলের ত্রাণ সহায়তা কর্মীরা বলছেন, ইতোমধ্যে প্রায় দেড় লক্ষাধিক ফিলিস্তিনি এই এলাকা ছেড়ে পালিয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলে আইডিএফ-র তৈরি ‘সম্প্রসারিত মানবিক অঞ্চলে’ গিয়েছেন তারা। এ জায়গার অবস্থা আরও ভয়াবহ।
মধ্য রাফাহ অঞ্চলে অভিযান চালানোর লক্ষ্যে বাসিন্দাদের নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। এটি ধ্বংস ও অনেকের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
রাফাহ অঞ্চলে আক্রমণ বন্ধের মার্কিন চাপ অগ্রাহ্য করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এখানে (মধ্য রাফাহ) হামাসের শীর্ষ নেতা ও বাহিনী রয়েছে।