প্রকাশিত: মে ৬, ২০২৪, ১০:৫৩ এএম
ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার এ ভূমিকম্প অনুভূত হয়। খবর আনাদোলুর।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ায় অনুভূত ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। এতে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম পাপুয়ার ফাকফাক এলাকার ১৫৩ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠের ১২ দশমিক ১ কিলোমিটার গভীরে।
গত মাসের শেষের দিকে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে ইন্দোনেশিয়া। সমুদ্রের নিচে আঘাত হানা এ ভূমিকম্পের জেরে সে সময় অবশ্য বিশাল কোনো ঢেউ সৃষ্টি হয়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি।