প্রকাশিত: মে ৪, ২০২৪, ১০:৫৯ পিএম
২০২২ সালে কাপড়ের ব্যবসা চালু করেছিলেন মেসি। এরপর গেল মার্চে বাজারে নতুন হাইড্রেশন পানীয় আনার ঘোষণা দেন।
লিওনেল মেসির জাদুকরী ফুটবলে বুঁদ হয়ে থাকে ভক্তরা। ফুটবলের বাইরেও তার রয়েছে ভিন্ন এক জগৎ। ব্যবসা-বাণিজ্যেও সফল এই মহাতারকা।
সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন আর্জেন্টাইন তারকা। ভিডিওতে দেখা যায়, স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও কর্মকর্তাদের নিয়ে কারখানা পরিদর্শন করছেন মেসি। নতুন ব্র্যান্ডের এই হাইড্রেশন পানীয়ের নাম প্রকাশ না করলেও নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
মেসি বলেন, ‘আমাদের নতুন হাইড্রেশন পানীয়টি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ, হাইড্রেশন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। সব কিছু ঠিকঠাকভাবে হোক, তা নিশ্চিত করতে চাই।’
মেসির পোস্ট থেকে জানা গেছে, আগামী ২৪ জুন পানীয়টি বাজারজাত করা হবে। শুরুতে এই পণ্য পাওয়া যাবে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায়।