প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪, ০৮:১৯ পিএম
ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরবরাহ করা অস্ত্র বহনকারী ট্রেন ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২৬ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ তথ্য জানায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পশ্চিমা অস্ত্র বহন করা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুটি অঞ্চলে ওই হামলা চালানো হয়। একটি ইউক্রেনের দোনবাসের দোনেৎস্ক অঞ্চলে। অপরটি খারকিভ অঞ্চলে।