• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
বরাদ্দ ৯৫ বিলিয়ন ডলার

মার্কিন সিনেটে ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানের জন্য সহায়তা বিল পাস

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ১২:২৪ পিএম

মার্কিন সিনেটে ইউক্রেন, ইসরাইল ও  তাইওয়ানের জন্য সহায়তা বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সিনেটে ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন ডলারের  সহায়তা বিল পাস হয়েছে। সহায়তা প্যাকেজে সবচেয়ে বড় অংক বরাদ্দ রয়েছে ইউক্রেনের জন্য। দেশটিকে ৬১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয়া হবে। এরপরে ২৬ বিলিয়ন ডলার ইসরাইলের জন্য এবং ৮ দশমিক ১২ বিলিয়ন ডলার তাইওয়ানের জন্য বরাদ্দ আছে। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) এ বিল পাস হয়।

বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ধারণা করা হচ্ছে আজ বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিলে স্বাক্ষর করবেন। দ্বিদলীয় ৭৯-১৮ ভোটে বিলটি পাস। 

বিল পাসের বিষয়টিকে স্বাগত জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে জো বাইডেন বলেন, এটি একটি ‘সমালোচনামূলক’ আইন; যা আমাদের আমাদের জাতি এবং বিশ্বকে আরও সুরক্ষিত করে তুলবে। আমাদের বন্ধুরা যারা হামাসের মতো ‘সন্ত্রাসী’ ও পুতিনের মতো ‘অত্যাচারী’র ‍বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষা করছে আমরা তাদের সমর্থন করি।

এদিন ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দেখিয়েছে, তারা মিত্রদের থেকে মুখ ফিরিয়ে নেয় না।

এর আগে, শনিবার (২০ এপ্রিল) মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে সামরিক সহায়তা বিলটি পাস হয়।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ