• ঢাকা মঙ্গলবার
    ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
সাক্ষাৎকারে ইসমাইল হানিয়াহ

মার্কিন অস্ত্রে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ১১:০৩ পিএম

মার্কিন অস্ত্রে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

হামাসের অভিযোগ, গাজায় ইসরাইলি গণহত্যাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে। মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে বলেও  হামাস অভিযোগ করেছে। 

রোববার আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে,  যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ গত শনিবার জানিয়েছেন। 

তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ওয়াশিংটনের ভেটো কার্যকরভাবে তেল আবিবের কর্মকাণ্ডে রাজনৈতিক সুরক্ষা প্রদান করছে। 

আনাদোলুর সাক্ষাৎকারে ইসমাইল হানিয়াহ আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের অবস্থান প্রতারণামূলক, যদিও দেশটি বলে, তারা বেসামরিক লোকদের ক্ষতিগ্রস্ত করতে চায় না, তবে এটি তাদের একটি কৌশল। গাজায় নিহত সব বেসামরিক নাগরিক, হাজার হাজার শহিদ, মার্কিন অস্ত্র, মার্কিন রকেট, মার্কিন রাজনৈতিক সুরক্ষায় নিহত হয়েছেন।

আর্কাইভ