প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৭:৫৯ পিএম
জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টিন ব্লিনকেন।
তাকে প্রথম প্রশ্নটিই করা ইরানের ইসরায়েলের হামলা প্রসঙ্গে। জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রকে আগে অবহিত করা হয়েছিল কিনা।
"যুক্তরাষ্ট্র কোনো আক্রমণে সঙ্গে জড়িত নয়," এর বাইরে আর কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র অবহিত ছিল কিনা বলতে নারাজ ব্লিনকেন।
"যেকোনো সম্ভাব্য সংঘাত" এবং উত্তেজনা এড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জি সেভেন।
ব্লিনকেন আরো যোগ করেন, ইসরায়েল একটা "নজিরবিহীন হামলার" শিকার হয়েছে এবং "ইসরায়েল যেন নিজেকে রক্ষা করতে পারে, এটা নিশ্চিত করাই" যুক্তরাষ্ট্রের লক্ষ্য।