• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
ইসরাইলে হামলা

কী কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট রাইসি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ১১:৫১ পিএম

কী কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট রাইসি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন। ইসরাইলে হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এ সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোন যুদ্ধ চান না। 

ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করেন, সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনে- এমন কোন পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না। 

রাইসি বলেন, ইসরাইলে ইরানের হামলা ছিল বাধ্যতামূলক। তাদের দূতাবাসে ইসরাইল হামলা চালিয়েছে বলেই  প্রতিশোধমূলক হামলা তেহরানের জন্য বৈধ ছিল। তাই তারা ইসরাইলে সীমিত হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

ফোনালাপে দুই দেশের রাষ্ট্রপতি একমত হয়েছেন যে, মধ্যপ্রাচ্যে বর্তমান সংঘাতের মূল কারণ হলো অমীমাংসিত ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রদান এবং একটি রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসার মধ্যদিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানান তারা। 

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালায় ইসরাইল। এর প্রতিশোধ হিসেবে শনিবার (১৩ এপ্রিল) ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।

আর্কাইভ