• ঢাকা মঙ্গলবার
    ২৬ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

আগ্রার তাজমহলে রিল বানানোর সময় এক নারীকে থাপ্পড় দেয় পুলিশ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ১০:৩৬ এএম

আগ্রার তাজমহলে রিল বানানোর সময় এক নারীকে থাপ্পড় দেয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আগ্রার তাজমহলে রিল বানানোর সময় এক নারীকে থাপ্পড় দেয় দায়িত্বে থাকা এক পুলিশ। হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য  জানিয়েছে। 

শনিবার (৬ এপ্রিল) স্থানীয় সময় বিকালে আগ্রার তাজমহলে সিআইএসএফ পুলিশ প্রবেশের সময় রিল বানাতে থাকা কয়েকজনকে বাঁধা দিলে পর্যটকদের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। এক পর্যায়ে সেই সিআইএসএফ পুলিশ সদস্য এক নারীকে থাপ্পড় দিয়ে বসে। সেই ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে।

সহিংসতার শিকার সেই নারী জানিয়েছেন, তাদের রিল বানাতে বাঁধা দেয়া হলে তারা বলে তারা জানতেন না যে তাজমহলে রিল বানানো নিষেধ। তারা তাদের ধারণকৃত ভিডিও রিল ডিলিট করার কথা জানালেও সেই পুলিশ সদস্য তাদের সাথে খারাপ ব্যবহার করেন।

পুলিশ তাদের রিপোর্টে জানিয়েছে,  পর্যটকরা তাজ মহলের ভেতরে মেহমানখানায় রিল তৈরি করার চেষ্টা করছিলেন তখন তাদের বাঁধা দেয়া হয়। অভিযুক্ত সেই পুলিশ সদস্য রমেশ চাঁদ তার জবানবন্দীতে বলে, ভিডিও তৈরিতে বাঁধা দিলে সেই পর্যটকদের ব্যবহার খারাপ হতে থাকে।

সিআইএসএফ কমান্ড্যান্ট রাহুল যাদব জানিয়েছেন, দুই পক্ষের অভিযোগ নেয়া হয়েছে এবং এই বিষয়ে তদন্ত চলছে। 

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ