প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৭:৫৫ পিএম
রহস্যজনকভাবে কারাগারে মৃত্যু হয়েছে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির। মৃত্যুর পাঁচদিন কেটে গেলেও তার লাশ দেখতে পায়নি পরিবার। এরইমধ্যে নাভালনির মৃতদেহ লুকিয়ে রাখাসহ একাধিক অভিযোগ তোলা হয়েছে।
অবশেষে মঙ্গলবার আরও এক নতুন তথ্য সামনে এলো-দুই সপ্তাহের আগে ফেরত দেওয়া হবে না নাভালনির লাশ। পরীক্ষাগারে ‘রাসায়নিক বিশ্লেষণে’ থাকবে তার মৃতদেহটি।
নাভালনির এক মুখপাত্র জানিয়েছে এ প্রক্রিয়ার শেষ হওয়ার পরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে নাভালনির লাশ।
রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক নাভালনির মৃত্যুর এতদিন পরও তার মৃতদেহের সঠিক অবস্থান জানা যায়নি। ফলে তার সমর্থকসহ প্রিয়জনরা বেশ ক্ষোভ প্রকাশ করছে। সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে মর্মাহত হয়েছেন পুতিন-বিরোধী আরেক রাজনীতিবিদ ইলিয়া ইয়াশিন।
স্বামী অবর্তমানে রাশিয়ার স্বাধীনতার পক্ষে কাজ করে যাওয়ার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ বলেও জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি বলেন, ‘যতদিন আমার হৃদয় আমার বুকে স্পন্দিত হবে, আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। যতদিন আমি বেঁচে থাকব, কোনো মন্দকে ভয় করব না।’