প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৮:৩৬ এএম
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর আভদিভকা দখল নিয়েছে রাশিয়া। শনিবার শহরটি থেকে ইউক্রেন সৈন্য ফিরিয়ে নেওয়ার পর রোববার এ ঘোষণা দেয় মস্কো। তবে তারা জানিয়েছেন, ইউক্রেনের কিছু সেনা এখনও আভদিভকারে সোভিয়েত আমলের একটি বড় জ্বালানির কারখানার ভেতর লুকিয়ে আছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে যুদ্ধ চলছে। এর মধ্যে রুশ সেনারা ৮ দশমিক ৬ কিলোমিটার এলাকায় এগিয়ে গেছেন। খবর রয়টার্সের।
গত কয়েক মাস ধরে আভদিভকায় দুই দেশের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলে। তবে অস্ত্র ও সৈন্যর অভাবে শহরটি ছাড়তে বাধ্য হন ইউক্রেনীয় সেনারা। এর মধ্য দিয়ে গত কয়েক মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আভদিভকার দখল ‘গুরুত্বপূর্ণ বিজয়’ উল্লেখ করে সেনাদের অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পশ্চিমারা পর্যাপ্ত পরিমাণ অস্ত্র না দেওয়ায় সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছি। সেনাদের জীবন বাঁচাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।