• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

`পাকিস্তানের নির্বাচনে বিদেশিদের ‘পরামর্শ’ দরকার নেই‍‍`

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১০:০৪ পিএম

`পাকিস্তানের নির্বাচনে বিদেশিদের ‘পরামর্শ’ দরকার নেই‍‍`

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের উদ্বেগের বিষয়ে পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ বলেছেন, বিদেশিদের পরামর্শের দরকার নেই। আমাদের সংবিধান অনুযায়ীই সব হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্র দফতরের এই মুখপাত্র। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাবে মমতাজ জাহরা বেলুচ বলেন, আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেছি। এখানে বিদেশি রাষ্ট্রের কোনো পরামর্শ প্রয়োজন নেই।

এদিকে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের খুশাব, কোহট ও ঘোটকির ৫৩ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

৮ ফেব্রুয়ারি দেশটির সাধারণ নির্বাচনের দিন ওই সব অঞ্চলের কেন্দ্রগুলোতে সহিংসতার ঘটনা ঘটে। তখন বিক্ষুব্ধ জনতা ব্যালট পেপার ছিনতাই করে সেগুলো পুড়িয়ে দিয়েছিল। এর জেরে ওই দিন ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছিল।

আর্কাইভ