• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পাকিস্তানে বিক্ষোভের ডাক পিটিআইয়ের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৮:৩৮ পিএম

পাকিস্তানে বিক্ষোভের ডাক পিটিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

বিক্ষোভই যেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একমাত্র হাতিয়ার। কিছু হলেই জনগণকে মাঠে নামানোর চেষ্টায় ব্যস্ত থাকেন দলটির নেতারা। এবার সেই একই কায়দা তাদের। দেশটির জাতীয় পরিষদ নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আগামী শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিক্ষোভ হবে শান্তিপূর্ণ। বৃহস্পতিবার পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান এই কর্মসূচি ঘোষণা করেছেন। খবর ডনের

রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলি খান ভোট কারচুপির অভিযোগ এনেছেন। তিনি বলেন, পিটিআই আগামী শনিবার বিকালে শান্তিপূর্ণ বিক্ষোভ-প্রতিবাদের রেকর্ড করবে। বিক্ষোভে জনসাধারণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পিটিআইয়ের এই চেয়ারম্যান বলেন, এবারের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের ম্যান্ডেট চুরি হতে দেব না।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের সর্বোচ্চসংখ্যক আসনে জয়ী হয়েছেন। কিন্তু দলটির নিবন্ধন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করতে পারছে না।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ