প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৬:৫৮ পিএম
পাকিস্তানের সাধারণ নির্বাচনে ৭৫ আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে মুসলিম লিগ (এন)। তবে প্রধানমন্ত্রী হতে পারছেন না দলটির সুপ্রিমো নওয়াজ শরীফ। ছোট ভাই শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নওয়াজ।
তিন বারের সাবেক এই প্রধানমন্ত্রী সরকার প্রধান না হলেও নেপথ্যে থেকে তিনিই মূলত জোট সরকার পরিচালনা করবেন। সেই সঙ্গে রাজনীতিতে দলকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করানোর চেষ্টা করবেন। নওয়াজের আগামী ৫ বছরের পরিকল্পনা প্রকাশ করেছেন মেয়ে মরিয়ম নওয়াজ।
পাকিস্তান মুসলিম লিগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান সংগঠক মরিয়ম বলেন, যারা মনে করছেন নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছেড়ে দিয়ে রাজনীতি থেকে দূরে সরার চেষ্টা করছেন তারা মূলত ভুল করছেন। আগামী ৫ বছর তিনি রাজনীতির মাঠ কাঁপাবেন। তিনি প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারকে সহায়তা করবেন।
পিএমএল-এন এক্সে পোস্ট করে নওয়াজের পরিকল্পনার কথা জানিয়েছে। দলটি বলেছে, নওয়াজ মূলত উৎসর্গ করেছেন, তিনি লড়াই করতে জানেন। নওয়াজ শরীফ একজনই। তার স্থলাভিষিক্ত হওয়ার মতো কেউ নেই।