• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ট্রাম্পকে ন্যাটো প্রধান ও বাইডেনের তিরস্কার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৫:৫৪ পিএম

ট্রাম্পকে ন্যাটো প্রধান ও বাইডেনের তিরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ। রোববার এক বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যকে ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন তিনি।

শনিবার দক্ষিণ ক্যারোলিনায় এক সমাবেশে জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, জোটের অংশ হিসেবে ন্যাটোভুক্ত যে-সব দেশ প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেসব দেশে রাশিয়াকে হামলা চালাতে উৎসাহ দেবেন তিনি। খবর বিবিসির।  

তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ন্যাটোতে তার ভাগের চেয়ে বেশি অর্থ দিচ্ছে। ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা নিশ্চিত করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজের ঘাড়ে অতিরিক্ত অর্থ খরচের বোঝা নিচ্ছে।

এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ন্যাটো প্রধান বলেন, ট্রাম্পের মন্তব্য এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান সেনাবাহিনীকেও ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ট্রাম্পের মন্তব্যকে ভয়ংকর ও বিপজ্জনক উল্লেখ করে, তার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বাইডেনও। তিনি বলেন, ট্রাম্প যে পরামর্শ দিয়েছেন, তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও যুদ্ধ ও সহিংসতায় উৎসাহ দেবে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ