• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারলেন স্বামী

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০৭:৫০ এএম

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠল ৩৪ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, আরআইটি থানা এলাকার বান্টানগরের বাড়ি থেকে রাজেশ কুমার নামে ওই স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, সন্তানদের স্কুলের ফি ও গয়নার টাকা দাবি করতে গিয়ে গত কয়েকদিন ধরে রাজেশ ও তার স্ত্রী প্রিয়াঙ্কার মধ্যে ঝগড়া চলছিল।

অভিযোগে বলা হয়েছে, রবিবার দু‍‍`জনের মধ্যে এমনই এক ঝগড়ার মধ্যেই রাজেশ তার স্ত্রীকে ধাক্কা মেরে পাশে পড়ে থাকা একটি হাতুড়ি তুলে নেন এবং রাগের মাথায় আঘাত করেন। তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়।

পুলিশের দাবি, জেরায় বিহারের নওয়াদার বাসিন্দা রাজেশ কান্নায় ভেঙে পড়েন এবং স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন।

ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় মামলা রুজু করা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

 

আর্কাইভ