• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

পাকিস্তানের গুপ্তচরবৃত্তি, দুই ভারতীয় সেনা গ্রেফতার

প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ০৭:৩২ পিএম

পাকিস্তানের গুপ্তচরবৃত্তি, দুই ভারতীয় সেনা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করায় ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। এসব অভিযোগে তাদের গ্রেফতার করে পাঞ্জাবের পুলিশ।

বুধবার ( জুলাই) খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

গ্রেফতার দুই সেনা সদস্য হলেন- সিপাহী হরপ্রীত সিং (২৩) গুরভেজ সিং (২৩) হরপ্রীত কর্মরত ছিলেন অনন্তনাগে গুরভেজ কারগিলে কর্মরত ছিলেন।

পুলিশ দাবি করছে, গত কয়েক মাসে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আইএসআইয়ের কাছে কয়েক নথি পাচার করেছে ওই দুইজন। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই গুপ্তচরবৃত্তিতে নিয়ে আসে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুরভেজ সিং কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দফতরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। দাফতরিক কাজের সুবাদে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গায় প্রবেশাধিকার ছিল তার। গুরভেজ ভারতীয় সেনাবাহিনীর ৯০০-এর বেশি নথির ছবি মাদক পাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে।

সম্রাট/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ