প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ১২:২৯ পিএম
গাজার দক্ষিণের খান ইউনিসে ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। গত দুই মাসেরও বেশি সময় ধরে এই লড়াই অব্যাহত রয়েছে। এ ফিলিস্তিনের হামাসযোদ্ধারা নিয়মিত ইসরাইলি বাহিনী ওপর হামলা চালিয়ে যাচ্ছেন।
বুধবার দি ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার অ্যান্ড দ্য ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এই তথ্য জানিয়েছে।
সশস্ত্র গোষ্ঠীর ফিলিস্তিনি যোদ্ধাদের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর ওপর তাদের আক্রমণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
গত ৭ অক্টোবর থেকে ছিটমহলের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাও তার দীর্ঘতম এবং সবচেয়ে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের সম্মুখীন হচ্ছে।
গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তবর্তী শহর কিববুতজিমে ও একটি সংগীত উৎসবে হামলা চালায় হামাস। ইসরাইলের হিসাব অনুসারে, এতে এক হাজার ২০০ জন নিহত হন। ২৪০ জনকে গাজায় জিম্মি করা হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গাজায় ইসরাইলের হামলায় ২৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অনেকে নিখোঁজ। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।