• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রই শীর্ষে, ভারত-পাকিস্তানের অবস্থান কত

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৪, ১২:১১ পিএম

সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রই শীর্ষে, ভারত-পাকিস্তানের অবস্থান কত

আন্তর্জাতিক ডেস্ক

সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশটি যুক্তরাষ্ট্র। ঘাড়ের কাছে চীন নিঃশ্বাস ফেললেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া এখনও রয়েছে দুই নম্বরে। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে।

ওই তালিকা অনুযায়ী, সামরিক শক্তির সংখ্যাতত্ত্বের হিসাবে চীন রয়েছে তৃতীয় স্থানে। দেশগুলোর সেনা সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান এমনকি, সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে ওই তালিকা। বিশ্বের মোট ১৪৫টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে।

‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’-এ প্রথম দশে থাকা পরের দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। তাৎপর্যপূর্ণভাবে প্রথম দশের মধ্যে নেই পরমাণু শক্তিধর রাষ্ট্র তথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সামরিক বিষয়ক ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’ প্রকাশিত ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বে এক নম্বর শক্তি হয়ে উঠেছে চীন।

এদিকে সামরিক শক্তির বিচারে ১৪৫ দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে এ অবস্থান ছিল ৪০তম। সেই হিসাবে এ বছর বাংলাদেশের অবস্থান আগের বছরের তুলনায় তিন ধাপ এগিয়েছে।

আর্কাইভ