• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এবার গাড়ি হাইজ্যাক করে ইসরাইলে দুই ফিলিস্তিনির তাণ্ডব, হতাহত ১৮

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৯:৪৯ এএম

এবার গাড়ি হাইজ্যাক করে ইসরাইলে দুই ফিলিস্তিনির তাণ্ডব, হতাহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

এবার ইসরাইলের অভ্যন্তরে গাড়ি হাইজ্যাক করে তাণ্ডব চালিয়েছে দুই ফিলিস্তিনি। সোমবার ইসরাইলের রা’আনানা শহরে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, গাড়ি হাইজ্যাকের পর ইসরাইলিদের ওপর ছুরি হামলা চালায় ওই দুই ফিলিস্তিনি। এতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়। আহত হয় আরও কমপক্ষে ১৭ জন। আহতদের মধ্যে সাতজন শিশু ও কিশোর।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই দুই ফিলিস্তিনি পশ্চিম তীরের বাসিন্দা। তাদের নাম আহমেদ (২৫) ও মাহমুদ (৪৪)। তারা তিনটি গাড়ি হাইজ্যাক করে এবং পথচারীদের ওপর হামলা চালায়।

ইসরাইলি গোয়েন্দা সংস্থার মতে, এর আগে অবৈধভাবে ইসরাইলে প্রবেশ করায় উভয়কে কালো তালিকাভুক্ত করা হয়েছিল।

এ বিষয়ে ঊধ্বর্তন ইসরাইলি পুলিশ কর্মকর্তা আভি বিটন বলেন, অভিযুক্তরা পরস্পরে আত্মীয়। তারা পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। তারা অবৈধভাবে ইসরাইলে অবস্থান করছিল। তাদেরকে দুজনকেই গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ