• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কানাডার নতুন গভর্নর জেনারেল মেরী সাইমন

প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ০২:০০ এএম

কানাডার নতুন গভর্নর জেনারেল মেরী সাইমন

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার ৩০তম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মেরী সাইমন। দেশটির ১৫৪ বছরের ইতিহাসে তিনিই প্রথম আদিবাসী নারী যিনি এই পদে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) মেরীকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সুপারিশ অনুসারে কানাডার হেড অব স্টেট রানী দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে মেরী সাইমনের এ নিয়োগ অনুমোদন করেছেন।

আদিবাসীদের পরাজিত করে কানাডায় প্রথমে ফ্রান্স দখল করে। পরে ফ্রান্সকে পরাজিত করে ব্রিটিশ উপনিবেশিক শক্তি ক্ষমতায় বসে।  ১৫৪ বছর পর তার চাকা উল্টে গিয়ে আদিবাসীদের সাথে কানাডিয়ানদের সম্পর্ক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।

নতুন গভর্নরের ঘোষণা দিয়ে ট্রুডো বলেন, 'আমাদের উচ্চপদে মেরীর মতো আরও নেতাদের দরকার। সত্যিকারের সমস্যাগুলো গ্রহণ এবং ইতিবাচক পরিবর্তন আনার অর্থ যা তারা বোঝেন। আজ ঠিক এটিই আমাদের এখানে এনেছে।'

মামুন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ