প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ১১:০৩ এএম
ইসরাইলি বাহিনীর নৃশংসতায় মৃত্যু উপত্যকা গাজা। দুই মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনীর হামলায় আহত ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুহীন হয়েছেন ২০ লাখের বেশি ফিলিস্তিনি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আল-কুদরা সংবাদ সম্মেলনে বলেন, গেল ২৪ ঘণ্টায় গাজার মধ্যাঞ্চলের বেশ কয়েকটি ভবনে বিমান হামলায় প্রাণহানি ঘটেছে অন্তত ১৬৫ জন। অঞ্চলটিতে স্থল অভিযানের জন্য আরও সেনা মোতায়েন করেছে আইডিএফ।
এদিকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের হিসাব অনুযায়ী, প্রায় ৩ লাখ ২৬ হাজার ফিলিস্তিনি সংক্রামক রোগের কবলে পড়েছে।
গেল ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ৮ হাজার শিশু রয়েছে। ৬ হাজার ২০০ নারী। এখনো ৭ হাজার ৬০০ মানুষ গণনার বাইরে রয়েছে।
ফিলিস্তিনি মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, ইসরাইলি হামলার ফলে গাজায় ৫৫টি মসজিদ, তিনটি বিশ্ববিদ্যালয়, তিনটি গির্জা এবং পাঁচটি ভবন ধ্বংস হয়েছে। বিবৃতি অনুসারে, ১ হাজার ৮০০ শিশুসহ প্রায় ৬ হাজার জন এখনো নিখোঁজ রয়েছেন।