• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

চীনের সঙ্গে তাইওয়ানের একীভূত ‘অনিবার্য’, বললেন জিনপিং

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৮:৪৬ পিএম

চীনের সঙ্গে তাইওয়ানের একীভূত ‘অনিবার্য’, বললেন জিনপিং

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সঙ্গে তাইওয়ানের একীভূত অনিবার্য বলে আবারও মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ঘনিয়ে আসছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

চীনের প্রতিষ্ঠাতা মাও সে–তুংয়ের ১৩০তম জন্মদিন উপলক্ষে ওই ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মাতৃভূমির সঙ্গে পুনরেকত্রীকরণের প্রক্রিয়া শেষ করাটা উন্নয়নের অনিবার্য শর্ত। এটি ন্যায়নিষ্ঠ প্রক্রিয়া, যা জনগণ চায়। মাতৃভূমি (চীন ও তাইওয়ান) অবশ্যই এবং আবারও একত্র হবে।’

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের অবশ্যই আন্তপ্রণালি সম্পর্ককে শান্তিপূর্ণভাবে উন্নত করার জন্য কাজ করতে হবে। যেকোনোভাবেই হোক, চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে চাওয়া যে কাউকেই প্রতিরোধ করতে হবে।

তাইওয়ানের বিদায়ী প্রেসিডেন্ট সাই ইং ওয়েনকে যুক্তরাষ্ট্রঘেঁষা বলে মনে করা হয়। তার উত্তরসূরি হিসেবে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি থেকে এবার ভাইস প্রেসিডেন্ট লাই চিং তে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত তিনি এগিয়ে আছেন।

তাইওয়ানকে আগে থেকেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দফায় দফায় কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। সবশেষ তাইওয়ানকে নিয়ে চীনের পরিকল্পনার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন শি জিনপিং।

গত মাসে সান ফ্রান্সিসকোতে সম্মেলন চলার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনা প্রেসিডেন্ট শি বলেছিলেন, চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণকে থামানো যাবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদমাধ্যমকে এ কথা জানানো হয়েছিল।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ