• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০৮:১৭ পিএম

হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক দিয়েছেন এক স্বামী। ভারতের উত্তর প্রদেশের বাইরিয়াহিতে ঘটেছে এ ঘটনা। অভিযুক্ত স্বামী সৌদি আরব প্রবাসী। গতকাল বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর ভাই অসুস্থ। তাই ভাইকে বাঁচাতে নিজের কিডনি দান করেন। তবে এই খবর তিনি তার স্বামীকে জানাননি। পরবর্তী সময়ে জানালে হোয়াটসঅ্যাপেই স্ত্রীকে তিন তালাক দেন অভিযুক্ত ব্যক্তি।

এনডিটিভি বলছে, যখনেই হোয়াটসঅ্যাপে স্ত্রীর কিডনি দানের খবর জানতে পারেন তখনই তিন তালাক দেন অভিযুক্ত ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী নারী পুলিশের কাছে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

পুলিশ এ নিয়ে মামলা দায়ের করেছে এবং  আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে ভুক্তভোগী নারীকে নিশ্চিত করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারী (বিবাহের অধিকার সুরক্ষা) আইনের অধীনে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। এই আইন লঙ্ঘনে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ