• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৩, ০৫:২২ পিএম

দুর্ঘটনার কবলে বাইডেনের গাড়িবহর

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় রোববার (১৭ ডিসেম্বর) রাতে অন্য একটি গাড়ির সঙ্গে বাইডেনের গাড়ির সংর্ঘষ হয়। যদিও দুর্ঘটনার পর সুস্থ রয়েছেন বাইডেন।

সোমবার (১৮ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জো বাইডেন এবং তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেন হেডকোয়ার্টারে একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরই তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনার পর দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বাইডেনের নিরাপত্তাকর্মীরা।

দুর্ঘটনার পর হোয়াইটহাউসের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে- ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য একটি সভায় অংশ নিয়েছিলেন বাইডেন ও তার স্ত্রী। সেখান থেকে ফেরার পথেই রোববার স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

টেলিভিশনের ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে।

দুর্ঘটনায় বাইডেন ও তার স্ত্রীর কোনো ক্ষতি না হলেও বাইডেনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাম্পার ভেঙে গেছে। যে গাড়িটি বাইডেনের গাড়িকে ধাক্কা দেয় সেটিকে আটক করতে সমর্থ হয় নিরাপত্তাকর্মীরা।

 

জেকেএস/

আর্কাইভ