• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘বুশরার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ইমরান খানের’

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩, ০৩:০৮ এএম

‘বুশরার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ইমরান খানের’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বুশরা বিবির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের (৭১)। সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন বুশরার সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার এক ভৃত্য।

ভৃত্য দাবি করেছেন, ইমরান খান তার বাড়িতে যেতেন ও তাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। দুজনে একসঙ্গে একটা রুমে যেতেন।

মঙ্গলবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা জানিয়েছে, ইমরান খান ও ‍বুশরা বিবির অবৈধ বিয়ে সংক্রান্ত একটি মামলায় মানেকার এক কর্মচারী মুহাম্মদ লতিফ এই দাবি করেছেন। মামলাটি আদালতে উপস্থাপন করা হয়েছে। সেখানেই এই দাবির সত্যতা যাচাই করা হবে।

একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মানেকা বলেছিলেন, ইদ্দতের সময় ইমরান খান ও বুশরার বিয়ে হয়েছিল। একজন মুসলিম নারীর স্বামীর মৃত্যু বা তালাকের পরের সময়টা ইদ্দতকাল। এই সময়ের মধ্যে বিয়ে বৈধ নয়।

বিচারকের সামনে লতিফ দাবি করেন, আমি যখন রুমে যেতাম তখন দুজনেই আমার সঙ্গে দুর্ব্যবহার করত ও আমাকে বাইরে যেতে বলত। দু’জনেই তাকে কখনই তাদের সঙ্গে ঘরে থাকতে দেয়নি।

তিনি আরও দাবি করেন, দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। মামলার পরবর্তী শুনানি হবে ৮ ডিসেম্বর।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ