• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

‘কপ-২৮’ সম্মেলনে যা বললেন নরেন্দ্র মোদি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০২:৪৫ এএম

‘কপ-২৮’ সম্মেলনে যা বললেন নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

দুবাইয়ে ‘কপ-২৮’ সম্মেলনে বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলবায়ুর লক্ষ্যপূরণে সবার ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ২০২৮ সালের ‘কপ-৩৩’ ভারতে আয়োজনেরও প্রস্তাব দেন তিনি।

১৩ দিনের এ সম্মেলনের দ্বিতীয় দিনে (শুক্রবার) জলবায়ু প্রকল্পে উন্নয়নশীল দেশগুলোতে ৩০ বিলিয়ন ডলারের বেসরকারি তহবিল গঠন করেছে এবারের স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাত। ‘আলটেরা’ নামক তহবিলটি ২০৩০ সালের মধ্যে ২৫০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

সম্মেলনে ইসরাইলের উপস্থিতিতে এদিনই ‘কপ-২৮’ সম্মেলন ত্যাগ করেন ইরানের প্রতিনিধিরা। তাদের মতে, ইসরাইলের উপস্থিতি সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থি। বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন মহাসম্মেলনে। এএফপি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ