• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাজাখাস্তানে হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ১৩

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ০১:৪৯ এএম

কাজাখাস্তানে হোস্টেলে অগ্নিকাণ্ডে নিহত ১৩

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

কাজাখাস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন। দেশটির সবচেয়ে বড় শহর আলমাতির এক হোস্টেলে বৃহস্পতিবার এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহতদের মধ্যে ৯ জন কাজাখাস্তানের নাগরিক। এ ছাড়া বাকিদের ভেতর দুজন রাশিয়ান এবং দুজন উজবেক নাগরিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর বেলায় তিনতলা ওই ভবনে আগুন লাগে। এ সময় সেখানে ৭২ জন অতিথি ছিলেন।

ধারণা করা হচ্ছে নিঃশ্বাসে কার্বন-মনোক্সাইড ঢুকে মৃত্যু হয় ১৩ জনের। এ সময় ধোঁয়ায় চারপাশ ভরে ওঠে। এসময় ৫৯ জন পালিয়ে বাঁচেন।

কী কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল তা এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ