• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা : কাতার

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৭:০৪ পিএম

২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা : কাতার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ ৪৭ দিনের যুদ্ধের পর বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার এ নিয়ে কথা বলেছে চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসবে বলে জানিয়েছে দেশটি। বুধবার (২২ নভেম্বর) বিবিসির এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতার জানিয়েছে, তাদের মধ্যস্থকায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। এ যুদ্ধবিরতি হবে চারদিনের। যা আগামীতে আরও বাড়তে পারে।

চুক্তির আওতায় ফিলিস্তিন ইসরায়েলের ৫০ জিম্মিকে মুক্তি দেবে। যার বিপরীতে বেশকিছু নারী ও শিশুকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

এক বিবৃতিতে ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে, চুক্তির আওতায় হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেবে। অন্যদিকে এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনি মুক্তি পাবেন। এ পর্বে মুক্তিপ্রাপ্তরা হবেন নারী ও শিশুরা।

হামাস জানিয়েছে, চুক্তিতে আরও বেশ কয়েকটি শর্ত রয়েছে। যারমধ্যে অন্যতম হলো গাজায় প্রতিদিন শত শত মানবিক সহায়তার ট্রাক ও চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে এ যুদ্ধবিরতির সময়ে গাজার কোথাও আক্রমণ বা কাউকে আটক করতে পারবে না। এ ছাড়া চারে দিনের এ যুদ্ধবিরতিতে গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন ছয় ঘণ্টা করে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এ সময়টা হবে স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

এর আগে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় অনুমোদন করেছে ইসরায়েল। দেশটির মন্ত্রিসভা বুধবার (২২ নভেম্বর) ভোরে এক অভূতপূর্ব ভোটের মাধ্যমে এ প্রক্রিয়ার অনুমোদন করেছে। এ চুক্তির আওতায় ৫০ জিম্মিকে মুক্তির বিষয়টি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। তবে চুক্তির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ