• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৭:০১ পিএম

চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

চীনের উত্তরাঞ্চলে একটি অফিসে ভয়াবহ আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) দেশটির স্থানীয় সময় সকাল ৭টার দিকে শানসি প্রদেশের লুলিয়াং শহরের বহুতল অফিস ভবনে এই দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে  শানসি প্রদেশের লুলিয়াং শহরে একটি বহুতল অফিস ভবনে আগুন লাগে। এতে ২৫ জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত ওই ভবনের চতুর্থতলায় অবস্থিত ইয়ংজু কয়লা কোম্পানির অফিস থেকে হয়েছে।  আগুন লাগার পর সেখান থেকে ৫১জনকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে ‍উদ্ধার অভিযান এখনো চলছে।

এদিকে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে ভবন থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা গেছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ