• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩০

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৫:০২ পিএম

গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩০

ছবি: সংগ্রহীত

বিনোদন ডেস্ক

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলার পরে ভবনের ধ্বংসাবশেষ থেকে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজার সিভিল ডিফেন্স ইউনিটের বরাতে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার রাতে গাজা উপত্যকার আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন।

স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, আহতদের চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছে। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল-জাজিরাকে বলেন, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। হামাসের হামলার পর থেকে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬৫১ এবং আহতের সংখ্যা ১৪ হাজার ২৪৫ জনে দাঁড়িয়েছে।

 

সাজেদ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ