• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

ইসরাইলের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিল করল কেরালার প্রতিষ্ঠান

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ১১:৪৭ পিএম

ইসরাইলের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিল করল কেরালার প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে দেশটির পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির চুক্তি বাতিল করেছে ভারতের কেরালাভিত্তিক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারিয়ান অ্যাপারেল। শুক্রবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় নির্বিচারে ইসরাইলি হামলার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মারিয়ান অ্যাপারেল।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা ২০১৫ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি পুলিশকে প্রায় এক লাখের মতো ইউনিফর্ম সরবরাহ করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক টমাস ওলিকাল বলেন, ইসরাইলের পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির চুক্তি বাতিল একটি নৈতিক সিদ্ধান্ত।

টমাস এক বিবৃতিতে জানান, হাসপাতালে হামলা চালানো ও হাজারো নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তার প্রতিষ্ঠান আগের অর্ডার অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত ইউনিফর্ম সরবরাহ করবে। কিন্তু এর মাঝে ইসরাইলের পুলিশের কাছ থেকে আর নতুন কোনো অর্ডার গ্রহণ করবে না।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ