• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ফিলিস্তিন-ইসরাইল সংঘাত

গাজা ছেড়ে পালানোর সময় ইসরাইলের বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৪:১০ পিএম

গাজা ছেড়ে পালানোর সময় ইসরাইলের বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাতে গিয়ে বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় ইসরাইলের বিমান হামলায় ৭০ জন বেসামরিক নিহত হয়েছেন। হামাসের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

ফিলিস্তিনের গাজা উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময়

ইসরাইলের বিমান হামলায় ৭০ জন বেসামরিক নিহত হয়েছেন। হামাসের এক কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময়  ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে  ইসরাইল। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। 

হামাস কর্মকর্তারা জানান, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। তারা সবাই ইসরাইলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছিলেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ইসরাইল।

এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ বাসিন্দাকে উত্তরের ওয়াদি গাজা অঞ্চল ছাড়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী। জাতিসংঘের এক মুখপাত্র বিষয়টি জানান।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরাইলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।

শনিবার ( ৭ অক্টোবর) হামাসের অতর্কিত হামলার পর এ পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আর আহত তিন হাজারের বেশি। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় ১ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। 

 

সাজেদ/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ