প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১১:০৩ পিএম
ইসরাইলের উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সেখানে বেশ কিছু রকেট ও মর্টার ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে তিন সদস্য নিহত হওয়ার পর এসব রকেট ছোড়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ সোমবার এক বিবৃতিতে বলেছে যে, তারা গ্যালিলি অঞ্চলে দুটি ইসরাইলি সামরিক পোস্টে রকেট ও মর্টার নিক্ষেপ করেছে। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবানন থেকে ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি ‘বস্তু’ শনাক্ত করেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর জবাবে লেবাননের দিকে আর্টিলারি ফায়ার করা হয়েছে বলেও উল্লেখ করেছে তারা।
মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আঞ্চলিক নেটওয়ার্কের সবচেয়ে শক্তিশালী সদস্য হিজবুল্লাহ। সোমবারের বিবৃতিতে সংগঠনটি নিশ্চিত করেছে যে, ইসরাইলি গোলার আঘাতে তাদের অন্তত তিন সদস্য নিহত হয়েছে।
বার্তা সংস্থা এপি নিহতদের শনাক্ত করেছে। তারা হলেন- হুসাম মোহাম্মদ ইব্রাহিম, আলী রায়েফ ফতউনি এবং আলী হাসান হোদরোজ।
হিজবুল্লাহ বলেছে, তারা সোমবার বিকালে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী আগ্রাসনের ফলে ‘শহীদ’ হয়েছেন।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন