• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইসরায়েলে ৯ মার্কিন নাগরিক নিহত

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০১:২২ এএম

ইসরায়েলে ৯ মার্কিন নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সরকার ইসরায়েলে তাদের নয়জন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, আমরা ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্তের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমরা ইসরায়েলি অংশীদার, বিশেষ করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’

এর আগে গত শনিবার ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে এখন পর্যন্ত ইসরায়েলে ৭০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত কয়েক হাজার। এরপর থেকে মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও থাকতে পারে। অবশেষে নিহত নাগরিকের তথ্য নিশ্চিত ও সংখ্যা জানালো হোয়াইট হাউজ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ