• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মিশরে পুলিশের গুলিতে দুই ইসরাইলি নিহত

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০১:১৫ এএম

মিশরে পুলিশের গুলিতে দুই ইসরাইলি নিহত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরাইলের সংঘর্ষের মধ্যেই মিশরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই ইসরাইলি পর্যটক।

রোববার (৮ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিশরের ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ায় পর্যটকদের লক্ষ্য করে পুলিশ সদস্যের চালানো গুলিতে দুই ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন। এসময় এক মিশরীয় নাগরিকও নিহত হন।

মিশরের ওই পুলিশ সদস্য পর্যটকভর্তি বাসে গুলি করেছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

মিশরের নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ টেলিভিশন এক্সট্রা নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

ইসরাইলের উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, আলেকজান্দ্রিয়ায় দেশটির দুই নাগরিক নিহত হয়েছেন।

আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার (৭ অক্টোবর) ভোরে ইসরাইলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। মাত্র ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়ে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশেন আল-আকসা স্টর্ম’।

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরাইলে ৫০০ জন নিহত ও ২ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় ৩১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ২ হাজার।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ