• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হামাসের হামলা, ইসরাইলে হতাহত ও অপহরণের তথ্য জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ১০:১৫ পিএম

হামাসের হামলা, ইসরাইলে হতাহত ও অপহরণের তথ্য জানাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরাইলে আক্রমণ চালিয়ে অন্তত ১০০ জন সামরিক ও বেসামরিক নাগরিককে অপহরণ করেছে। এমন তথ্য জানিয়েছে ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাসের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসরাইলে হামাসের সাম্প্রতিক হামলায় ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১ হাজার ৮০০ জনের বেশি। অপরদিকে কমপক্ষে ১০০ ইসরাইলিকে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় ধরনের নাগরিকই রয়েছেন বলে  জানিয়েছে আমেরিকান দূতাবাস।

মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরাইলে চালানো হামলায় হামাস পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে। তবে মার্কিন দূতাবাসের প্রকাশিত এসব তথ্য এখনো নিশ্চিত করেনি ইসরাইলি কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (৭ অক্টোবর) ভোরে গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে পাঁচ হাজারের বেশি রকেট ছোড়ে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে, ২০ মিনিটে ইসরাইলে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে। পাশাপাশি সংগঠনের সশস্ত্র যোদ্ধারা ইসরাইলের ভেতরে ঢুকে পড়ে।
হামাসের এ হামলার পরিপ্রেক্ষিতে ইসরাইলে ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো দেখেনি।

এর পরই অবরুদ্ধ গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী। এতে প্রায় ২৫০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে। অপরদিকে হামাসের হামলায় ইসরাইলে প্রায় ৩০০ জন মারা গেছেন বলে দাবি করেছে ইসরাইলি মিডিয়া।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ