• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইসরাইলে গাজার রকেট হামলা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৫:৫৫ পিএম

ইসরাইলে গাজার রকেট হামলা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকালে দেশটির দক্ষিণাঞ্চলজুড়ে বিমান হামলার সাইরেন শোনা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম রেসকিউ এজেন্সি জানিয়েছে, মধ্য ইসরাইলে একটি ভবনে রকেটের আঘাতে ৭০ বছর বয়সী এক মহিলা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়াও অন্য আরেক স্থানে ২০ বছর বয়সী এক যুবকও আহত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রকেট হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রধানরা বৈঠক করবেন।

এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে। ওইসব এলাকার বাসিন্দাদের সতর্ক করে তাদের বাড়িতে থাকতে বলেছে আইডিএফ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ