• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০২:৪২ পিএম

পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় গণসংযোগ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পাবনা-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ অ্যাডভোকেট রবিউল করিম রবি।

গত শুক্র, শনি ও রোববার এই তিনদিনে (২০, ২১ ও ২২ ডিসেম্বর) তিনটি উপজেলার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ, লিফলেট বিতরণ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট রবিউল করিম রবি সাধারণ মানুষের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চান। সেইসাথে তিনি সবার সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

আলহাজ অ্যাডভোকেট রবিউল করিম রবি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী পেশায় নিয়োজিত। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্যানেল আইনজীবী। এছাড়া তিনি সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ।

এ বিষয়ে আলহাজ অ্যাডভোকেট রবিউল করিম রবি বলেন, ‍‍`অভাব পীড়িত পাবনা-৩ নির্বাচনী এলাকার জনগণের উন্নয়নে আমি কাজ করতে চাই। দীর্ঘ বছর ধরে আমি বিএনপির সাথে আছি। এলাকার মানুষের পাশে আছি। আশা করি বিএনপির হাই কমান্ড আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপির হাতকে আরো শক্তিশালী করতে আমার সর্বশক্তি নিয়োগ করবো।‍‍`

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ