• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

২৯ সেনা নিহত, নাইজারে তিন দিনের শোক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০২:৪৩ এএম

২৯ সেনা নিহত, নাইজারে তিন দিনের শোক

আন্তর্জাতিক ডেস্ক

নাইজারের পশ্চিমাঞ্চলে মালি সীমান্তের কাছে সন্দেহভাজন জিহাদিদের হামলায় ২৯ জন সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। এমন মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবিলায় অভিযান চালাচ্ছিল সামরিক বাহিনী। এ সময় শতাধিক সন্ত্রাসী বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজ গাড়ি ব্যবহার করে সেনাদের ওপর হামলা চালায়। হামলায় দুই সেনা গুরুতর আহত হয়। এছাড়া বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে জিহাদিরা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ২০১৫ সালে তারা প্রতিবেশী দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ