• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

তুরস্কের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণ

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৩, ১০:৪৯ পিএম

তুরস্কের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুই সন্ত্রাসী। বিস্ফোরণে একজন নিহত হয়েঠেন। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া রোববার বলেছেন, দুইজন সন্ত্রাসী হালকা একটি বাণিজ্যিক গাড়িতে করে জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটির গেটের সামনে বোমা নিয়ে আসে। এদের একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে শেষ করে দেয়। আরেকজনকে দমন করা নিরাপত্তা সদস্যরা।

তিনি আরও  জানান, ঘটনাটি ঘটেছে আঙ্কারার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে।

সকালে তুরস্কের কেন্দ্রস্থল আঙ্কারার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আরও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে এ বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ