প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৬:১৭ পিএম
ইউক্রেনের সামরিক বাহিনীর ১১টি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়া।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই তথ্য নিশ্চিত করেছে। খবর তাসের।
পোস্টে বলা হয়, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১০টি ক্রুস্ক ও একটি কালুগা প্রদেশে ধ্বংস করা হয়।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী ক্রুস্কের গভর্নর রোমান স্টারোভয়েত বলেছেন, আমাদের অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে।
গত জুলাইয়ে রাশিয়ার বিরুদ্ধে পালটা হামলার ঘোষণা দেয় ইউক্রেন। এর পর থেকেই রাশিয়ায় একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। শুধু দেশটির সীমান্তবর্তী অঞ্চলেই নয়, খোদ রাজধানী মস্কোতেও ড্রোন হামলা চালানো হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে যার দূরত্ব অনেক।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের সাত হাজার ১৯১টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে রাশিয়া।
জেকেএস/