• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

গুঁড়িয়ে দেয়া হলো ফ্লোরিডার সেই ভবন

প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ০৩:৪৫ পিএম

গুঁড়িয়ে দেয়া হলো ফ্লোরিডার সেই ভবন

আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তার শঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধসে পড়া ‘চ্যাম্পলিন টাওয়ার’ পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ১২ তলা এ ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়।

রোববার (৪ জুলাই) মিয়ামির স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ধ্বংস করা হয় ভবনটি।

শহরের মেয়র চার্লস বারকেট জানান, ২৪ জুন ১২ তলা এই ভবনের একটি অংশ ধসে পড়ে। এরই মধ্যে ফ্লোরিডার দিকে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘এলসা’ এগিয়ে আসার খবর আসে। মঙ্গলবার (৬ জুলাই) এই ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শক্তিশালী যে ঝড় আসছে তাতে ভবনের বাকি অংশ ভেঙে পড়ে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে- এমন শঙ্কায় ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হলো।

তিনি আরও জানান, যে অংশ ভেঙে ফেলা হয়েছে এই অংশে কোনো মানুষ ছিল না। এবার সহজে উদ্ধার কাজ চালানো যাবে। এটি খুব তাড়াতাড়িই শুরু হবে। ভবনটি ধসে পড়ার কয়েক ঘণ্টা পর থেকে আর জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

মিয়ামির ওই ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ১২১ জন। তবে আর কারও জীবিত থাকার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা।

টিআর/এম. জামান
আর্কাইভ