• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতের কোন শহরটি প্রতিদিন ৫২ সেকেন্ডের জন্য থেমে যায়?

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০২:০৫ এএম

ভারতের কোন শহরটি প্রতিদিন ৫২ সেকেন্ডের জন্য থেমে যায়?

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আজকাল সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এসএসসি, ব্যাংকিং ও রেলওয়ের মত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে এই ধরনের প্রশ্ন গুলি বেশি করা হয়। তাই আপনিও যদি এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তরগুলি নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ কানাডার (Canadian) পতাকায় যে পাতাটি দেখা যায়, তার নাম কী? 
উত্তরঃ ম্যাপেল পাতা, যা কানাডিয়ান প্রতীক।

২) প্রশ্নঃ জানেন বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ কোনটি? 
উত্তরঃ ভুটান হলো বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ।

৩) প্রশ্নঃ পৃথিবীর কোন সাগরে মানুষ ডুবে যায় না? 

উত্তরঃ জর্ডান ও ইসরাইলের মধ্যে অবস্থিত ডেড সি-তে মানুষ ডুবে যায় না।

৪) প্রশ্নঃ কুরুক্ষেত্রে পাণ্ডব ও কৌরব যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ যে অর্জনকে উপদেশ দিয়েছিলেন, তার বর্ণনা কোথায় পাওয়া যায়? 
উত্তরঃ ভগবত গীতা (Bhagavad Gita)।

৫) প্রশ্নঃ পৃথিবীর কাকে রেফ্রিজারেটর বলা হয়? 
উত্তরঃ অ্যান্টার্কটিকাকে (Antarctica) পৃথিবীর রেফ্রিজারেটর বলা হয়। কারণ এটি সমগ্র বিশ্বের জলবায়ুর প্রভাবিত করে।

৬) প্রশ্নঃ কোন মহান ব্যক্তি সতীদাহ প্রথা উচ্ছেদ করার চেষ্টা করেছিলেন? 
উত্তরঃ রাজা রামমোহন রায় (Raja Rammohan Roy)।

৭)প্রশ্নঃ ভারতের কোন শহরে একটিও ট্রাফিক সিগন্যাল নেই? 
উত্তরঃ রাজস্থানের কোটা (Kota) শহরে একটিও ট্রাফিক সিগন্যাল নেই।

৮) প্রশ্নঃ বায়ুমন্ডলের উপস্থিতি ওজোন স্তর কোন ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে আমাদের রক্ষা করে? 
উত্তরঃ অতিবেগুনি রশ্মি (Ultraviolet Rays)।

৯) প্রশ্নঃ মানবদেহের কোন অঙ্গ দ্বারা রক্ত থেকে ইউরিয়া ফিল্টার হয়? 
উত্তরঃ বৃক্ক বা কিডনি (Kidney)।

১০) প্রশ্নঃ ভারতের কোন শহরটি প্রতিদিন ৫২ সেকেন্ডের জন্য থেমে যায়? 
উত্তরঃ আসলে, তেলেঙ্গানার নালগোন্ডা (Nalgonda) শহরে প্রতিদিন সকালের দিকে লাউড স্পিকারের মাধ্যমে জাতীয় সঙ্গীত বাজানো হয়, তখন পুরো শহরটি ৫২ সেকেন্ডের জন্য থেমে যায়। উল্লেখ্য, আমাদের জাতীয় সঙ্গীতের সময়সীমা ৫২ সেকেন্ড।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ