• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টাকা দিতে অস্বীকার যাত্রীদের, চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিলেন সাপুড়েরা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৬:৪৭ পিএম

টাকা দিতে অস্বীকার যাত্রীদের, চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিলেন সাপুড়েরা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

চলন্ত ট্রেনের ভেতরেই সাপের খেলা দেখাচ্ছিলেন সাপুড়েরা। কিন্তু খেলা দেখার পরও টাকা দিতে রাজি হননি অনেক যাত্রী। সন্তোষজনক আয় না হওয়াই রেগে যান সাপুড়েরা। রাগ করে ট্রেনেই ছেড়ে দেন বিষধর সাপ।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের হাওড়া থেকে গোয়ালিয়র যাওয়ার পথে চম্বল এক্সপ্রেসের ট্রেনে এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে। খবর ইন্ডিয়া টাইমসের।

প্রতিবেদনে জানা গেছে, তখন একদল সাপুড়ে চম্বল এক্সপ্রেস ট্রেনে ওঠেন। উঠেই সাপের খেলা দেখাতে শুরু করেন তারা। খেলা দেখানো শেষে সব যাত্রী টাকা দিতে রাজি না হওয়ায় রেগে যান সাপুড়েরা। যাত্রীদের সঙ্গে শুরু হয় তর্ক বিতর্ক। এক পর্যায়ে তারা সাপ ছেড়ে দেন ট্রেনের ভেতর। এতে বিপদে পড়ে যান যাত্রীরা। 

ট্রেনের ভেতর এমন ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করে। অনেকেই লুকিয়ে পড়েন বাথরুমে। ট্রেনের মেঝেতে কিলবিল করতে থাকে সাপ। ট্রেন তখন ছুটছে প্রচণ্ড গতিতে। ফলে কেউ নামতেও পারছিলেন না। এরই মধ্যে যাত্রী রেলওয়ে কন্ট্রোল রুমে ফোন করেন।

পরে ট্রেন থামালে সাপুড়েরা সাপ নিয়ে স্টেশনে নেমে পড়ে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ