প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৩:২৭ এএম
ইউক্রেনকে সহায়তায় এ পর্যন্ত মার্কিন তহবিল থেকে ১১০.৯৭ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ফক্স নিউজ মঙ্গলবার অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অব দ্য হোয়াইট হাউসের একটি নথির সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে।
নথিটি জানুয়ারিতে হোয়াইট হাউসে জমা দেওয়া রিপাবলিকান সিনেটরদের একটি গ্রুপের অনুরোধের জবাবে প্রস্তুত করা হয়েছিল। এতে কিয়েভ সরকারকে দেওয়া মার্কিন সামরিক, আর্থিক এবং মানবিক সহায়তার সামগ্রিক হিসাবের তথ্য রয়েছে।
নথিতে বলা হয়েছে- মোট ১১০.৯৭ বিলিয়নের মধ্যে প্রায় ১০১.১৯ বিলিয়ন ইতোমধ্যেই অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট দ্বারা নির্বাহ করা হয়েছে।
এ অর্থের মধ্যে কিয়েভ সরকারকে আরও সাহায্যের জন্য নতুন অনুরোধ অন্তর্ভুক্ত করা হয়নি, যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন করেছে। এতে সামরিক উদ্দেশ্যে ১৩ বিলিয়নসহ ২৪ বিলিয়ন আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/