• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কর ফাঁকি মামলায় বিচারের মুখোমুখি হান্টার বাইডেন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩, ০৬:৪৯ পিএম

কর ফাঁকি মামলায় বিচারের মুখোমুখি হান্টার বাইডেন

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

কর ফাঁকি ও আগ্নেয়াস্ত্র মামলায় বিচারের মুখামুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। দ্রুত বিচার আইনে হান্টার বাইডেনকে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে অভিযুক্ত করতে আদালতের কাছে আবেদন জানাবে সরকার।

স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) আদালতে দাখিল করা মামলার নথিতে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

মার্কিন সরকারের কাছে দোষ স্বীকার করে মামলা নিষ্পত্তির চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আদালতে বিচারের মুখামুখি হচ্ছেন হান্টার বাইডেন। চলতি মাসের শেষ সপ্তাহে বাইডেন পুত্রের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ পত্র দাখিল করা হচ্ছে বলে জানিয়েছে সরকারি আইনজীবীরা।

হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকি ও আগ্নেয়াস্ত্র মামলার তদন্ত করতে গত মাসে আইনজীবী ডেভিড ওয়েইসকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। তদন্ত শেষে মামলার বিষয়ে সার্বিক অগ্রগতি জানিয়ে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ মারইয়েলেন নোরেইকাকে দাখিল করা এক প্রতিবেদনে ডেভিড ওয়েইস বলেছেন, সরকার চান, নির্ধারিত সময় অর্থাৎ ২৯ সেপ্টেম্বরের আগেই হান্টার বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।

এদিকে দোষ স্বীকার করে মামলা নিষ্পত্তির চেষ্টা চালিয়েছিলেন ৫৩ বছর বয়সী হান্টার বাইডেন। নিজের আইনজীবীর মাধ্যমে কর ফাঁকি ও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ স্বীকার করে মামলা থেকে রেহাই চেয়েছিলেন তিনি । তবে গত জুলাইয়ে আদালত তার এ সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলে আদালতেই নির্ধারিত হবে হান্টার বাইডেনের বিচার । জানা গেছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার বিচার শুরু হতে পারে।

২০১৭ ও ২০১৮ সালে সাড়ে ১৩ লাখ মার্কিন ডলার আয়ের ওপর হান্টার বাইডেন কর না দেয়া ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ রয়েছে হান্টারের বিরুদ্ধে। আইনজীবীরা বলছেন, অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে সর্বোচ্চ ১০ বছর ও কর ফাঁকির অভিযোগে তার এক বছর কারাদণ্ড হতে পারে। এছাড়াও আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করলে এ ঘটনা প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ