• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আসামে কারখানা করছে পেপসিকো, বাজেট ১ হাজার কোটি টাকা

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৩:৩৫ এএম

আসামে কারখানা করছে পেপসিকো, বাজেট ১ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

৭৭০ কোটি রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৪ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকায় (৯ কোটি ৩০ লাখ ডলার) ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে কারখানা করছে আন্তর্জাতিক কোমল পানীয় পেপসির উৎপাদনকারী কোম্পানি পেপসিকো। শিগগিরই শুরু হবে কারখানা নির্মাণের কাজ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রী জানান, কারখানাটির কাজ সম্পূর্ণ হলে ৪৫০টিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে আসামে।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পেপসিকোর সঙ্গে যোগাযোগ করেছিল আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ, কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ভারতের বাজারে প্রবেশের পর এই প্রথম দেশটিতে কারখানা নির্মাণ করতে চলেছে পেপসিকো।

এদিকে ভারতের অভ্যন্তরীণ বাজারেও দিন দিন বাড়ছে কোকা-কোলা পেপসির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের কোমল পানীয়ের চাহিদা। গত বছর দেশটিতে বিদেশি ব্র্যান্ডের কোমল পানীয়ের চাহিদা ১৪ শতাংশ বেড়েছে বলে জানা গেছে এক জরিপে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ