• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রেমিক-প্রেমিকা ভেবে ভাই-বোনকে বেধড়ক মার, ভিডিও ভাইরাল

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৮:১৭ পিএম

প্রেমিক-প্রেমিকা ভেবে ভাই-বোনকে বেধড়ক মার, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

রাখিবন্ধন উৎসবের দিন ভুল করে ভাই ও বোনকে প্রেমিক-প্রেমিকা ভেবে মির্মমভাবে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এরইমধ্যে মামলা দায়ের হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৩১ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের ছতারপুর জেলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অতুল চৌধুরী ও তার বোন থানায় গিয়ে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকে দাবি করেছেন, অভিযুক্তরা ডানপন্থি হিন্দু সংগঠন, বজরং দলের সদস্য।

যদিও স্থানীয় পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের বজরং দলের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে- এমন অভিযোগের সমর্থনে দৃঢ় কোনো প্রমাণ নেই। এছাড়া পুলিশের কাছে ভুক্তভোগীদের দায়ের করা অভিযোগেও অভিযুক্তদের সঙ্গে কোনো সংগঠনের যোগসূত্রের উল্লেখ নেই।

এ বিষয়ে তদন্ত চলছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, ভুক্তভোগী অতুল চৌধুরী এবং তার বোন সাতাই রোডে অবস্থিত মন্দিরের কাছে একটি খাবারের দোকানে দাঁড়িয়ে ছিল; সেখানে অভিযুক্তরা তাদের লাঞ্ছিত করে। যার ভিত্তিতে একটি মামলা দায়ের হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ