• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যাত্রীর ডায়রিয়া হওয়ায় ফিরে আসলো ফ্লাইট

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৬:৩৬ পিএম

যাত্রীর ডায়রিয়া হওয়ায় ফিরে আসলো ফ্লাইট

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

এক যাত্রীর ডায়রিয়া হওয়ায় দুই ঘণ্টা চলার পর ফেরত আসলো একটি ফ্লাইট। যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে স্পেনগামী ডেলটা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটে। তবে ওই রোগীর তথ্য জানা যায়নি।

রোববার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কথোপকথনের একটি অডিও পোস্টে করা হয়েছে। এতে পাইলটদের বলতে শোনা যায়, আমাদের একজন যাত্রীর ডায়রিয়া হয়েছে। তাই আমরা আটলান্টায় ফিরে আসছি।

আটলান্টা ফেরার পর ফ্লাইটটির বাকি যাত্রীদের অন্য একটি ফ্লাইটে উঠিয়ে দেয়া হয়। সেই ফ্লাইটে ওই অসুস্থ যাত্রীও ছিলেন কি না তা জানা যায়নি। স্থানীয় সময় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতের ওই ঘটনায় যাত্রীদের প্রায় ৮ ঘণ্টা সময় নষ্ট হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন ডেল্টা এয়ারলাইনসের কর্মকর্তারা। তবে পুরো ঘটনার বিস্তারিত কিছু জানায়নি মার্কিন বিমান পরিবহন সংস্থাটি।

এক বিবৃতিতে ডেলটা এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটিকে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করেছি। এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ